ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় করার বার্তা সেতুমন্ত্রীর
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ১৯:৪৯
ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় করার বার্তা সেতুমন্ত্রীর
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় করার বার্তা দিয়ে ঈদের দ্বিতীয় দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘৃণা দিয়ে ঘৃণা তাড়ানো যায় না। শুধু ভালোবাসাই তা করতে পারে।


বিভিন্ন সময় ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেন ওবায়দুল কাদের। ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় করার কথাসহ নানা কিছুর বার্তা দেন। সেসব ছবি অনেক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।


১২ এপ্রিল, শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১১টি ছবি পোস্ট করেন তিনি।


ক্যাপশনে ওবায়দুল কাদের লিখেন, ঘৃণা দিয়ে ঘৃণা তাড়ানো যায় না। শুধু ভালোবাসাই তা করতে পারে।


পোস্টটি ছড়িয়ে পড়ে ফেসবুকে। প্রতিবেদন লেখার সময় এক ঘণ্টার মধ্যেই ১১ হাজারের বেশি রিঅ্যাকশন পড়ে। এই সময়ের মধ্যে মন্তব্যও পড়েছে আড়াই হাজারের বেশি। শেয়ার হয়েছে ৫ শতাধিক।


একজন মজা করে মন্তব্য করেছেন, মিনিস্ট্রি অব লাভের মিনিস্টার।


আরেকজন লিখেছেন, কাদের ভাই, আজকে ছবি এত কম দিলেন কেন?


অন্য একজন লিখেছেন, মাননীয় মন্ত্রী, মাত্র ১১টা ছবি অ্যাটাচ করেছেন পোস্টে? মেনে নিতে পারলাম না।


এর আগে ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক ভিডিও বার্তা দেন মন্ত্রী। বার্তায় তিনি বলেন, ঈদের আগে ঘরমুখো মানুষের বাঁধভাঙা জনস্রোত দেখা গেছে এবারও। অনেকেই ঈদযাত্রা নিয়ে জনদুর্ভোগের আশঙ্কা করেছিলেন। তবে সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সব সংশয় ও শঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com