ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরেছে মানুষ: রেলমন্ত্রী
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ১৪:০৫
ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরেছে মানুষ: রেলমন্ত্রী
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী চেয়েছিলেন ঈদে যেনো মানুষ স্বাচ্ছন্দে ও নিরাপদে বাড়ি ফিরতে পারে আমরা সেই নির্দেশ পালন করেছি বলেছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।


১০ এপ্রিল, বুধবার দুপুর সাড়ে ১২টায় ব্যক্তিগত গত সফরে নিউজ বাড়ি পাংশায় এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


জিল্লুল হাকিম বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা আর সবার সার্বিক সহযোগিতায় এবার ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি ফিরতে পেরেছে। আন্তরিকভাবে যদি কোন কাজ করা যায় সে কাজে সফলতা পাওয়া যায়।


তিনি আরো বলেন, গতকাল রেলে ভ্রমণের সময় এক নারী সন্তান প্রসব করেছে। আমরা রেলওেয়ের পক্ষ থেকে তাকে উপহারসহ সকল ধরনের সহযোগিতা করা হয়েছে।


এসময় পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল আল বাহার উপস্তিত ছিলেন।


বিবার্তা/মিঠুন/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com