
ঈদযাত্রায় সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল রেল। গত ৫ এপ্রিল থেকে সেই অগ্রিম টিকিটের ঈদযাত্রা শুরু হয়। যা শেষ হয়েছে আজ মঙ্গলবার (৯ এপ্রিল)।
এদিকে আজ দেশের আকাশে চাঁদ দেখা না যাওয়াও বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ জন্য বুধবার (১০ এপ্রিল) ও শুক্রবারের (১২ এপ্রিল) ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। অনলাইন ও কাউন্টার উভয় জায়গায় এ দুদিনের টিকিট পাওয়া যাচ্ছে।
অনলাইন ও কাউন্টার উভয় জায়গায় টিকিট পাওয়া যাবে। ৯ এপ্রিল, মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১০ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইন ও কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে। তবে এ দুদিন শুধুমাত্র রেগুলার বা নিয়মিত যে ট্রেনগুলো যাতায়াত করে সেগুলোই চলবে। যে ট্রেনের ডে অফ বা সাপ্তাহিক বন্ধ থাকবে সেগুলো চলবে না।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]