শিরোনাম
বোমা নিষ্ক্রিয় করার সময় পুলিশসহ আহত ৬
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ০৯:২৯
বোমা নিষ্ক্রিয় করার সময় পুলিশসহ আহত ৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বিমানবন্দরের গোলচত্বর এলাকায় বোমা নিষ্ক্রিয় করার সময় এক পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছে। আহতরা হলেন- পুলিশ সদস্য আলমগীর (৪০), রেস্টুরেন্ট কর্মচারী মিল্লাত মিয়া (২০), ফয়সাল আহমদ (৩৫), জাকির হোসেন (২০), পথচারী মাইয়ান মজনু (২৫) ও নূরজাহান বেগম (৪৫)।


শুক্রবার রাতে তারা সবাই আহত হন। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতরা ঢামেকে চিকিৎসাধীন।


এর আগে শুক্রবার রত সাড়ে ৭টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় গোলচত্ত্বরে পুলিশ চেক পোস্টের পাশে বোমা বিস্ফোরণ ঘটনায় এক ব্যক্তি নিহত হন। প্রাথমিকভাবে এটাকে পুলিশ একটি আত্মঘাতি হামলা হিসেবে ধারণা করেছিল।


এদিকে, ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছে র‌্যাবের মহা পরিচালক বেনজির আহমদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশর উর্ধ্বতন কর্মকর্তারা।


এ সময় ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া উপস্থিত সংবাদিকদের জানান, নিহত ব্যক্তি বোমা বহন করছিল। এ সময় বিস্ফোরণ ঘটিয়ে সে নিহত হয়। পুলিশের অতিরিক্ত সতর্কতা থাকায় বোমাটি বিস্ফোরণ হয়েছে। এটি নাশকতার পরিকল্পনা ছিল কি না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কোনো ধরনের নাশকতা নয়।


নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, এখনো নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের বয়স ৩০ থেকে ৩২ হবে। তার পরনে জিন্স প্যান্ট ও ফুল হাতার শার্ট ছিল।


এদিকে, নিহত ওই যুবকের কাছে থাকা একটি ব্যাগে কয়েকটি বোমা পাওয়া গেছে। রাতেই সেগুলো নিষ্ক্রিয় করে পুলিশ।


বিবার্তা/নানা/খলিল/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com