আগামীকাল ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বছরের প্রথম চন্দ্রগ্রহণ
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১৭:১২
আগামীকাল ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বছরের প্রথম চন্দ্রগ্রহণ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণ পড়ছে মার্চ মাসে। আগামীকাল অর্থাৎ মার্চের ২৫ তারিখেই দেখা যাবে এই বছরের প্রথম গ্রহণ। মার্চ মাসের পূর্ণিমা তিথিতেই পড়ছে চন্দ্রগ্রহণ।


সোমবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৩ মিনিটে শুরু হয়ে দুপুর ৩টা ৩২ মিনিট পর্যন্ত স্থায়ী হবে চন্দ্রগ্রহণ।


তবে বাংলাদেশ থেকে দেখা যাবে না চন্দ্রগ্রহণটি। সুইজারল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, জাপানে দেখা যাবে এই গ্রহণ। এছাড়াও রাশিয়া, অস্ট্রেলিয়া, হল্যান্ড, বেলজিয়াম, ইটালি, জার্মানি, ফ্রান্স, আমেরিকা, আফ্রিকা, প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক এবং অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ।


এই গ্রহণটি হতে যাচ্ছে পেনামব্রাল চন্দ্রগ্রহণ বা উপচ্ছায়া গ্রহণ। পেনামব্রাল চন্দ্রগ্রহণ বা উপচ্ছায়া চন্দ্রগ্রহণ তখন শুরু হয়, যখন পৃথিবীর ছায়ার অংশ চাঁদের ওপর দিয়ে যেতে শুরু করে। গ্রহণের এই পর্বটি খালি চোখে দেখা মোটেও সহজ নয়। যখন পৃথিবীর ছায়া সম্পূর্ণরূপে চাঁদ থেকে সরে যায় তখন শেষ হয় উপচ্ছায়া গ্রহণ।


উল্লেখ্য, নিজের কক্ষপথে চলার সময় যখন চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় সূর্যের সাথে অবস্থান করে, তখন সূর্য আর চাঁদের মাঝে চলে আসে পৃথিবী। এতে পৃথিবীর ছায়া চাঁদে পড়ে। আর সেই মহাজাগতিক ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলা হয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com