৪ দাবিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান কর্মসূচি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১৪:২৮
৪ দাবিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান কর্মসূচি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বকেয়া ভাতা, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতসহ ৪ দফা দাবিতে সারাদেশের প্রায় সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)।


রবিবার (২৪ মার্চ) সকাল ১১ থেকে শুরু হয় চিকিৎসকদের অবস্থান কর্মসূচি। দাবি আদায়ে শনিবার (২৩ মার্চ) পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের পক্ষ থেকে দেশের মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল ইনস্টিটিউট ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিসহ এই অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।


অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া চিকিৎসকরা বলেন, অবিলম্বে সরকারকে চার দফা দাবি মানতে হবে। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।


তাদেরচারটি দাবি হলো- ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে। পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা প্রদান করতে হবে। ১২টি প্রাইভেট ইন্সটিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনর্বহাল করতে হবে। অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।


এর আগে শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবস্থান করা স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে দেখা করে ৪ দাবির যৌক্তিকতা তুলে ধরেন তারা।


এসময় তাদের সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com