
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানী ঢাকায় চলাচল করা লক্কড়-ঝক্কড় গাড়িগুলো বাংলাদেশে উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ‘পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যখন বিদেশিরা বাংলাদেশে আসে এবং আমাদের লক্কর-ঝক্কর গাড়ি দেখে, তখন আমাদের খুব লজ্জা হয়। এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে। পরিবহন মালিকদের এদিকে নজর দিতে হবে।
ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে, ঢাকার বাইরে থেকে ফিটনেস বিহীন গাড়ি ঢাকায় ঢোকে। আমি তো বলব বাইরে থেকে সিটিতে লক্কড়-ঝক্কড় গাড়ি কম আসে। বরং সিটিতেই অনেক লক্কড়-ঝক্কড় গাড়ির কারখানা আছে। আমি সেগুলো নিজের চোখে গিয়ে দেখেছি। ঈদের আগে সেগুলোতে রং লাগাতে দেখেছি, যে রং আবার ১০ দিনও থাকে না।
আমাদের হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অনেকটা এমন যে ঢাল নাই, তলোয়ার নাই—নিধি রাম সর্দার। সেই সঙ্গে বিআরটিএ-এরও সক্ষমতা বাড়াতে হবে। ফেনী থেকে হানিফ ফ্লাইওভারে আসতে যত সময় লাগে, তার চেয়ে বেশি সময় লাগে ফ্লাইওভার থেকে ঢাকায় ঢুকতে। এখন মাঝে মাঝে এমন অবস্থা হয় যে, দুই ঘণ্টা লাগে। এ সময় তিনি ঈদের আগেই যাত্রাবাড়ীর যানজট, উত্তরবঙ্গের মহাসড়কের কাজ, গাজীপুরে বিভিন্ন মহাসড়ক, বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম পাশের যানজট, এলেঙ্গার যানজট নিরসনের দৃষ্টি দেওয়ার নির্দেশ দেন।
সাবেক মন্ত্রী ও পরিবহন মালিক-শ্রমিক নেতা শাজাহান খান বলেন, হানিফ ফ্লাইওভারে প্রচণ্ড যানজট হয় টোলপ্লাজার কারণে।’ এ সময় তিনি প্রস্তাব করেন, ঈদের আগে ও পরে কিছুদিন এখানে টোল বন্ধ রাখা উচিত। এটার ভর্তুকি সরকার দেবে। এতে হানিফ ফ্লাইওভারে যানজট কম থাকবে বলেও মত প্রকাশ করেন তিনি। চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, চাঁদা বৈধ, কিন্তু চাঁদাবাজি অবৈধ। এটা বন্ধ করা দরকার।
সড়ক দুর্ঘটনার বিষয়ে শাজাহান খান বলেন, এখন বেশির ভাগ দুর্ঘটনা ঘটে মোটরসাইকেলের কারণে। সব সময় দুর্ঘটনা হলে বেপরোয়া বাসচালকের দায় দেওয়া হয়। কিন্তু গবেষণায় দেখা গেছে, সব সময় বাসচালকের দোষ থাকে না। এই বিষয়গুলো দেখতে হবে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]