শিরোনাম
২০২১ সালের মধ্যে ৯০ শতাংশ সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে: জয়
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ২১:২৭
২০২১ সালের মধ্যে ৯০ শতাংশ সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে: জয়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০২১ সালের মধ্যে গুরুত্বপূর্ণ সেবার ৯০ শতাংশ সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রদান করা হবে।


বুধবার বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ এর প্রথম দিনে মিনিস্ট্রিয়াল কনফারেন্সে জয় এ কথা বলেন।


কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় কনফারেন্সে নেপাল, ভুটান, সৌদি আরবসহ ৭টি দেশের ৭ জন মন্ত্রী মিনিস্ট্রিয়াল কনফারেন্সে অংশগ্রহণ করেন।


প্রধানমন্ত্রীর উপদেষ্টা আগামী ২০২১ সালকে লক্ষ্য করে নেয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ৯০ শতাংশ নাগরিক সেবা ইন্টারনেটের আওতায় আনা হবে ২০২১ সালের মধ্যে। চারটি ভিত্তির ওপর দাঁড়িয়ে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল সরকার, নাগরিক সেবা সংযুক্ত করা, মানব সম্পদ উন্নয়ন, আইটি শিল্প বিকাশ।


২০০৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরে সজীব ওয়াজেদ জয় বলেন, অতীতে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিলো ৪০ শতাংশ, এটি কমে এখন ২৩ শতাংশ। সাক্ষরতার হার ছিলো ৪৯ শতাংশ, এটি এখন ৭১ শতাংশ, বিদ্যুৎ সেবা পেত ২৭ শতাংশ এখন পায় ৭৫ শতাংশ, ইন্টারনেট ব্যবহারকারী ছিলো দশমিক ৪ শতাংশ এখন তা ৪০ শতাংশ, মোবাইল ব্যবহারকারী ছিলো ২০ লাখ এখন তা ১ কোটি ৩০ লাখের বেশি, সামজিক যোগাযোগ ব্যবহারকারী ছিলো সামান্য এখন ২০ লাখের বেশি, ই সার্ভিস হাতে গোনা কয়েকটি ছিলো এখন ২০০ শতেরও বেশি সেবা পায় মানুষ।


তিনি বলেন, দেশের ৩০ লাখ গ্রাহক মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবা নিচ্ছে, ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ভর্তি পরীক্ষার ১ কোটি ফলাফল এসএমএস প্রদান, ৫০ হাজার ই-টেন্ডার, স্মার্ট কার্ড বিতরন চলছে।


জয় বলেন, দেশের ৯৯ শতাংশ মানুষ মোবাইল নেটওর্য়াকের আওতায় এসেছে, ১ কোটি ৩০ লাখের বেশি মোবাইল সংযোগ, দেশব্যাপী থ্রি জি নেটওয়ার্ক, ৬৪ মিলিয়ন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। এছাড়া জাতীয় হেল্প ডেক্স ৯৯৯ স্থাপনের কাজ চলছে।


এর আগে সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


‘ননস্টপ বাংলাদেশ’ স্লোগানকে সামনে আগামী ২১ অক্টোবর পর্যন্ত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।


বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com