‌‘গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের চিকিৎসা খরচ প্রধানমন্ত্রী বহন করবেন’
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ১৩:০৪
‌‘গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের চিকিৎসা খরচ প্রধানমন্ত্রী বহন করবেন’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের চিকিৎসার সব খরচ প্রধানমন্ত্রী বহন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিয়ে চিকিৎসক বোর্ডের সঙ্গে সভা শেষ মন্ত্রী এই তথ্য দেন।


১৪ মার্চ, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গঠিত চিকিৎসক বোর্ডের সঙ্গে সভা করেন সামন্ত লাল।


চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন,দগ্ধ রোগীদের অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা কিছু রোগীকে হয়তো বাঁচাতে পারব না, কিন্তু কোনো রোগীর প্রতি শেষ মুহুর্ত পর্যন্ত আমাদের চেষ্টার যেন কোনরকম অবহেলা না থাকে সেটি নিশ্চিত করতে হবে।


প্রধানমন্ত্রী বিষয়টি নজরে রেখেছেন জানিয়ে সামন্ত লাল সেন বলেন, দগ্ধ রোগীদের চিকিৎসা নিয়ে সার্বিক বিষয়ে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের চিকিৎসার যাবতীয় ব্যয় তিনি নিজে বহন করবেন।


সভায় আগুনের ঘটনায় ভর্তি হওয়া রোগীদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। ভর্তিকৃতদের মধ্যে কতজন শিশু, কতজনের অনস্থা বেশি গুরুতর, কতজন আইসিইউ, এইসডিওতে আছেন তার খোঁজ নেন সামন্ত লাল সেন।


সভায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মোট ৩২ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে বলে স্বাস্থ্যমন্ত্রীকে জানানো হয়। তাদের মধ্যে পাঁচজন আইসিইউতে এবং দুইজন এইচডিইউ'তে ভর্তি আছেন। রোগীদের মধ্যে ১০০ ভাগ দগ্ধ আছেন একজন, ৯৫ ভাগ দগ্ধ হওয়া রোগী আছে তিনজন এবং ৫০-১০০ ভাগ বার্ন রোগী আছে ১৬ জন।


স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মুহাম্মদ নওয়াজেস খান, অধ্যাপক (রেডিওলোজি) ডা. খলিলুর রহমান, অধ্যাপক (এনেস্থিসিওলজি) ডা. আতিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক (বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি) ডা. হাসিব রহমান, সহযোগী অধ্যাপক (বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি) ডা.হোসাইন ইমাম প্রমুখ।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com