শিরোনাম
কর্ণফুলী টানেল নির্মাণে পরামর্শক ৬ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১৯:৪৭
কর্ণফুলী টানেল নির্মাণে পরামর্শক ৬ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ করতে পরামর্শক হিসেবে দেশি-বিদেশি ছয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার।


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে বুধবার এসব প্রতিষ্ঠানের সঙ্গে সেতু বিভাগের এ চুক্তি স্বাক্ষরিত হয়। ২৯১ কোটি টাকার এ চুক্তির মেয়াদ ৬০ মাস।


মূল পরামর্শক হিসেবে কাজ করবে অস্ট্রেলিয়ার এসএমইসি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এবং ডেনমার্কের সিওডব্লিউআই। সহযোগী হিসেবে থাকছে ওভিই-এআরইউপি অ্যান্ড পার্টনার হংকং লিমিটেড এবং বাংলাদেশের তিন প্রতিষ্ঠান এসিই কনসালটেন্ট লিমিটেড, ডেভলপমেন্ট কনসালটেন্ট লিমিটেড ও স্ট্র্যাটেজিক কনসালটিং কোম্পানি লিমিটেড।


বাংলাদেশের পক্ষে সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমেদ আর পরামর্শক প্রতিষ্ঠানগুলোর পক্ষে এসএমইসির কারিগরি ও প্রকল্প ব্যবস্থাপনা প্রধান গ্যাভিন হেরল্ড স্ট্রিড চুক্তিতে সই করেন।


এ প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, এ প্রকল্প চীনের প্রস্তাবিত সিল্ক রোডের অংশ। এশিয়ান হাইওয়ের সঙ্গে এটি যুক্ত হবে। চট্টগ্রামের বহুল প্রতিক্ষীত এ প্রকল্পটি মোট সাড়ে আট হাজার কোটি টাকায় বাস্তবায়িত হবে। এরমধ্যে ৭০ কোটি ৫৮ লাখ ডলারের ঋণের জন্য চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। চীনের সঙ্গে জি টু জি ভিত্তিতে এ প্রকল্প বাস্তবায়িত হবে।


গত ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় এই ঋণচুক্তি হয়। এছাড়া কর্ণফুলী টানেল নির্মাণে চীনের সঙ্গে একটি কাঠামো চুক্তিও হয়েছে।


ওইদিন শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে কয়েকটি প্রকল্পের ফলক উন্মোচন করেন, যার মধ্যে কর্ণফুলী টানেলও রয়েছে।


সেতুমন্ত্রী বলেন, কর্ণফুলীর তলদেশ দিয়ে দুই লেন বিশিষ্ট দুটি টিউবের মাধ্যমে চারলেনের এ টানেল নির্মিত হবে। সাংহাইয়ের আদলে চট্টগ্রামকে ‘ওয়ান সিটি টু টাউন’ হিসেবে গড়ে তুলতেই এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ টানেলের দৈর্ঘ্য হবে ৩ হাজার ৫ মিটার। আর পুরো প্রকল্পের দৈর্ঘ্য হবে প্রায় ৯ হাজার ২৬৬ মিটার।
প্রকল্পের পরামর্শক হিসেবে নিয়োগপ্রাপ্ত কোম্পানি পুরো নির্মাণ কাজের তদারকি ও বিস্তারিত নকশা রিভিউ করবে।


বিবার্তা/মনোজ/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com