ডিএনএ টেস্টের জন্য ঢাকার পথে অভিশ্রুতির মা
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ১৮:১৩
ডিএনএ টেস্টের জন্য ঢাকার পথে অভিশ্রুতির মা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তৃতীয় দিনেও শেষ হয়নি রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহ হস্তান্তর নিয়ে জটিলতা।


৩ মার্চ, রবিবার সকালে নিহত সাংবাদিক অভিশ্রুতি নাকি বৃষ্টি খাতুন সেই পরিচয় নির্ধারণে তার বাবা সবুজ শেখের ডিএনএ টেস্টের স্যাম্পল নেয়া হয়েছে। তার মা বিউটি বেগমের স্যাম্পল নেয়ার জন্য ডাকা হয়েছে ঢাকায়। দুপুরে বিউটি বেগম ও তার স্বজনরা ঢাকার উদ্দেশে রওনা হন।


বিকেল ৫টার দিকে বিউটি বেগম বলেন, আমরা ফেরির ওপর, ঢাকায় যাচ্ছি।


এ বিষয়ে বৃষ্টি খাতুনের বাবার সবুজ শেখ বলেন, থানা থেকে অপমৃত্যুর কাগজপত্র পেয়েছি। অন্যান্য কাগজপত্রও প্রস্তুত। আমার ও বৃষ্টির ডিএনএ টেস্টের স্যাম্পল নিয়েছে। ওর মা স্যাম্পল দেয়ার জন্য ঢাকায় আসছেন। পৌঁছাতে রাত হয়ে যাবে। সোমবার সকাল ১০টায় আবার রমনা থানায় যাব। সেখান থেকে ডিএনএ টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর সবমিলে গেলেই আমরা মরদেহ বুঝে পাব, এমনটিই বলেছে পুলিশ।


বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল মজিদ বলেন, আমরা উদ্বেগ উৎকণ্ঠায় আছি। গ্রামের মানুষ বৃষ্টির মরদেহ আসার অপেক্ষায় আছে।


উল্লেখ্য, বেইলি রোডে ভবনে অগ্নিকাণ্ডে নিহত নারী সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহ এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম জানা যায় বৃষ্টি খাতুন। তবে জানা গেছে খবরে তিনি তার নাম ব্যবহার করতেন অভিশ্রুতি শাস্ত্রী। নামের এই জটিলতার কারণে তার পরিচয় নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com