বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মরদেহ দেশে আসছে কাল
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ১২:৫৫
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মরদেহ দেশে আসছে কাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বীর মুক্তিযোদ্ধা লিটিল কমরেড রফিকুল ইসলামের মরদেহ দেশে আসছে আগামীকাল (২ মার্চ)। এদিন বিকেল ৫ টায় আমিরাত এয়ার লাইন্সের ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আসবে এবং বারডেম মরচুয়ারিতে রাখা হবে।


এছাড়া রবিবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। এরপর বাদ জোহর জানাজা শেষে মিরপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হবে।


এর আগে গত ২৮ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর দেড়টার দিকে নিউ ইয়র্কের ফ্লাশিং হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


রফিকুল ইসলাম ১৯৫২ সালের ১ এপ্রিল ঢাকাতে জন্ম গ্রহণ করেন। স্কুল জীবন থেকেই তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সচেতন কর্মী ছিলেন।


অষ্টম শ্রেণীতে পড়াকালীন সিরাজুল আলম খানের নির্দেশে 'বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর' শিরোনামে লিফলেট ছাপিয়ে ফেরার পথে গ্রেফতার হয়েছিলেন পাকিস্তান স্পেশাল ফোর্সের হাতে। তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগ (নূরে আলম সিদ্দিকী-শাজাহান সিরাজ) কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি নিউক্লিয়াসের একজন সক্রিয় কর্মী ছিলেন।


১৯৭১-এ ফার্স্ট ব্যাচে বাংলাদেশ লিবারেশন ফোর্সের ট্রেনিং নিয়েছিলেন আসামের হাফলং-এ। ট্রেনিং শেষে তিনি কামরুল আলম খান খসরুর গ্রুপে পলিটিক্যাল কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন। তাদের অবস্থান ছিল ডেমরা এলাকায় এবং যুদ্ধক্ষেত্র ছিল ঢাকা শহর। তিনি গণকণ্ঠ পত্রিকার সাংবাদিক ছিলেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com