শিরোনাম
শহীদ মিনারে অজয় রায়ের প্রতি শেষ শ্রাদ্ধা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১৭:৪০
শহীদ মিনারে অজয় রায়ের প্রতি শেষ শ্রাদ্ধা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে প্রয়াত কমিউনিস্ট নেতা অজয় রায়ের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অজয় রায়ের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘর থেকে শহীদ মিনারে নেয়া হয়।


শহীদ মিনারে প্রথমে মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার দেয়া হয় অজয় রায়কে। নিজের প্রতিষ্ঠিত সম্মিলিত সামাজিক আন্দোলন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের নেতাকর্মীরা ছাড়াও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া প্রয়াতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, অজয় রায় অমায়িক, দয়ালু এবং একজন শিক্ষিত মানুষ ছিলেন। উনি অন্য দল করলেও উনার প্রতি আমার শ্রদ্ধা ছিল অনেক গভীর। রাজনৈতিকভাবে উনার কাছে আমি অনকে কিছু শিখেছি।


কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে অজয় রায় গত শতকে ব্রিটিশবিরোধী আন্দোলন ও স্বাধিকার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও সংগঠকের ভূমিকায় ছিলেন তিনি।


সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, তিনি নেতা ও দার্শনিক হিসেবে দীর্ঘদিন আমাদেরকে পথ দেখিয়েছেন। এদেশের গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের তিনি ছিলেন একজন নির্ভীক সৈনিক।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তার মতো মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক বিরল। তার থেকে আমরা দেশপ্রেমের শিক্ষা পেয়েছি। তিনি যে বিষয়ে লেখাপড়া করেছেন তা হল দেশপ্রেম। তার চলে যাওয়ার শূন্য পূরণ হওয়ার নয়।


শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় রায়ের স্ত্রী জয়ন্তী রায়, ছেলে অমিতাভ রায় ও মেয়ে অনিন্দ্যিতা রায়।


১৯২৮ সালের ৩০ ডিসেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জন্ম নেন অজয় রায়। ভারতের বারানসিতে থাকাকালে স্কুলজীবনেই বাম নেতাদের সংস্পর্শে এসে যুক্ত হন কমিউনিস্ট পার্টির সঙ্গে।


প্রবীণ এই নেতা ৮৮ বছর বয়সে সোমবার ১৭ সেপ্টেম্বর ভোরে ধানমণ্ডির নিজ বাসভবনে ইন্তেকাল কারেন।


অজয় রায় সংবাদপত্রে কলাম লেখার পাশাপাশি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, বিভিন্ন আন্দোলন এবং ভূমি ব্যবস্থাপনা নিয়ে বেশ কয়েকটি বই লিখে গেছেন।


বিবার্তা/লাভলু/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com