ভারতের নির্বাচনের পর তিস্তা চুক্তির সমাধান হবে বলে জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, তিস্তা চুক্তি সমাধানের বিষয়ে অনেক দূর এগিয়ে আছে। তিস্তা চুক্তি হবেই। ভারত এখন তাদের নির্বাচন নিয়ে ব্যস্ত আছে। নির্বাচনের পর এ বিষয়ে সমাধানের বিষয়ে এগুবে দুই দেশ।
২৫ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে সচিবালয়ে জাতীয় বস্ত্র দিবস নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) কলকাতা সফর শেষে দেশে ফিরে এসব জানালেন মন্ত্রী।
আগামী ২৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বস্ত্র দিবসের অনুষ্ঠান হবে জানিয়ে বস্ত্র মন্ত্রী বলেন, এ বছর ১১টি প্রতিষ্ঠান বস্ত্র দিবসের সম্মাননা পাবে।
মন্ত্রী বলেন, এখন রফতানি আয়ের ৮৫ ভাগ আসে বস্ত্র খাত থেকে। বস্ত্র খাত খাতের মত পাট এবং চামড়া খাতকেও সরকার একইরকম গুরুত্ব দিচ্ছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]