
রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে মাঝারী থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস বলছে, এ সময় দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, ঢাকা, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও শিলাবৃষ্টিও হতে পারে।
উত্তরাঞ্চলে বেশি বৃষ্টি হবে বলে জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান খান।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী ঢাকার আকাশে মেঘ রয়েছে। সকাল থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা রয়েছে। আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। তবে আকাশে মেঘ থাকলে ও বৃষ্টি হলে কিছুটা কম থাকবে তাপমাত্রা। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়বে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]