শিরোনাম
বনানী কবরস্থানে সমাহিত মিজারুল কায়েস
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১৮:১৩
বনানী কবরস্থানে সমাহিত মিজারুল কায়েস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বনানী কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে সমাহিত করা হলো ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসকে। মঙ্গলবার বিকেল ৪টায় মিজারুল কায়েসকেকে দাফনের সময় উপস্থিত ছিলেন তার নিকটাত্মীয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ও বর্তমান কমকর্তারা।


এর আগে দুপুরে কায়েসের মরদেহ হেলিকপ্টারে করে জন্মস্থান কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে ঢাকায় আনা হয়। পরে ঢাকার বনানী জি ব্লকের ৯ নম্বর রোডের ২৮ নম্বর বাড়িতে কিছুক্ষণ রাখা হয়।


বেলা সাড়ে ৩টার দিকে মিজারুল কায়েসের মরদেহ নিয়ে আসা হয় বনানী করস্থানে। কবরস্থানের সি ব্লকে তার বাবা এবং মায়ের কবরের পাশেই তার দাফন সম্পন্ন হয়।


এ সময় উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা দীপু মনি, পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ মন্ত্রণালয়ের সিনিয়র কমকর্তারা।


সাবেক সরকারি কর্মকর্তা মরহুম আবদুল হামিদের ছেলে মিজারুল কায়েস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্য ও রাশিয়ার হাইকমিশনার ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশ-বিদেশে তিনি বিভিন্ন পর্যায়ে দক্ষতার সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেন।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com