একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৬
একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ সুশৃঙ্খলভাবে পালনের জন্য কেন্দ্রীয় শহিদ মিনার ও পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টা পর্যন্ত নিম্নোল্লিখিত পয়েন্টে রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে বলে নির্দেশনা জারি করেছে ডিএমপি।


১৮ ফেব্রুয়ারি, রবিবার ডিএমপি থেকে এ নির্দেশনা দেওয়া হয়।


যেসব রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে সে রাস্তাগুলো হলো, শাহবাগ ক্রসিং, টিএসসি ক্রসিং দোয়েল চত্বর ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং, জিমনেশিয়াম মাঠ গেইট, রোমানা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, বকশি বাজার ক্রসিং, চাঁনখারপুল ক্রসিং।


এছাড়াও যানবাহন চলাচলের বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।


বিকল্প রাস্তাগুলো হলো কাঁটাবন ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং, শাহবাগ ক্রসিং- কাঁটাবন ক্রসিং- বাঁটা সিগনাল ক্রসিং-সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড, শাহবাগ ক্রসিং- মৎস্য ভবন ক্রসিং- কদমফোয়ারা ক্রসিং- হাইকোর্ট ক্রসিং- আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং, হাইকোর্ট ক্রসিং- বঙ্গবাজার ক্রসিং-পুলিশ হেডকোয়ার্টার্স- গোলাপ শাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়িয়া ক্রসিং, শাহবাগ ক্রসিং- হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং- বাংলামোটর ক্রসিং- সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং ও বকশীবাজার ক্রসিং- চাঁনখারপুল ক্রসিং- নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার।


যেসব রাস্তায় প্রবেশ নিষেধ:
বকশি বাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক, চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি-শিববাড়ী ক্রসিং সড়ক, উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়ক।


পায়ে হেঁটে চলাচলের রাস্তা:
পলাশী ক্রসিং থেকে শহিদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং।


গাড়ি পার্কিংয়ের স্থানসমূহ:
জিমনেশিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি), মোকাররম ভবন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইন শৃঙ্খলা বাহিনী) ও নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং (সর্বসাধারণ)।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com