আন্তর্জাতিক চাপ উপক্ষো করে রাফায় ইসরায়েলি সেনা প্রবেশের হুমকি নেতানিয়াহুর
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯
আন্তর্জাতিক চাপ উপক্ষো করে রাফায় ইসরায়েলি সেনা প্রবেশের হুমকি নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার রাফাহতে সেনা অভিযান না চালাতে সমালোচকদের অনেকে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছেন। তারা আসলে ইসরায়েলকে হামাসের বিরুদ্ধে যুদ্ধে পরাজয় মেনে নিতে বলছেন। টাইমস অব ইসরায়েলের এক খবরে এ কথা জানিয়েছেনে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


শনিবার (১৭ ফেব্রুয়ারি) টেলিভিশনে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানো ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলে এর আগেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এরই মধ্যে নতুন করে ইঙ্গিত দিলেন- আন্তর্জাতিক চাপ বা নতুন জিম্মি বিনিময় চুক্তির তোয়াক্কা না করেই রাফায় প্রবেশ করবেন ইসরায়েলি সেনারা।


গত চার মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে গাজার প্রায় সব অঞ্চলে স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বাকি আছে শুধু সর্বদক্ষিণে মিসর সীমান্তবর্তী রাফা। ইসরায়েলের হামলার মুখে প্রাণ বাঁচাতে সেখানে আশ্রয় নিয়েছেন উপত্যকাটির প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি। খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে সেখানে চরম মানবেতর জীবন কাটাচ্ছেন তারা।


এদিকে, রাফায় অভিযান চালালে চরম ‘বিপর্যয়কর’ পরিস্থিতি সৃষ্টি হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এ অভিযান না চালাতে ইসরায়েলকে চাপ দিচ্ছে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। তবে শনিবার দেয়া বক্তব্যে নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমরা যদি এটা (হামাস নির্মূল) অর্জন করেও ফেলি, তারপরও রাফায় প্রবেশ করব।’


প্রসঙ্গত, গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। দেশটি থেকে প্রায় ২৪০ জনকে জিম্মি করেন হামাস যোদ্ধারা। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ২৮ হাজার ৮৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com