
নাজমুল হোসেন শান্তকে শেষ পর্যন্ত তিন সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।
১২ ফেব্রুয়ারি, সোমবার অনুষ্ঠিত হয় বিসিবির কার্য নির্বাহী পরিষদের সাধারণ সভা শেষে সাংবাদিকদের বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, ‘অধিনায়ক নির্বাচনে সময় বেশি লেগেছে। আজকে বোর্ডে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা শান্তকে, নাজমুল হোসেন শান্তকে এই বছরের জন্য অধিনায়ক নির্বাচন করেছি।’
খুব শীঘ্রই শান্তর ডেপুটি ঘোষণা করা হবে বলেও জানান পাপন, সহ-অধিনায়কও থাকবে। তবে আপাতত, সামনে যেহেতু কয়েকটা সিরিজ আছে, আর সবগুলোতে সব খেলোয়াড় থাকবেন কি-না আমরা নিশ্চিত না। একটা খেলোয়াড় ওয়ানডেতে আছে, টেস্টে আছে, কিন্তু টি-টোয়েন্টিতে নাও থাকতে পারে। আবার ওয়ানডে, টি-টোয়েন্টিতে আছে টেস্টে নাও থাকতে পারে। আমরা মোটামুটি নিশ্চিত করে ফেলেছি সহ-অধিনায়ক... দুটি সংস্করণে এখনই বলে দিতে পারি, কিন্তু তারপরও (ঘোষণায়) একটু সময় নিচ্ছি।’
এতদিন তিন সংস্করণে অধিনায়ক ছিলেন সাকিব। গত ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগে একটি সাক্ষাৎকারে জানিয়ে যান, বিশ্বকাপ শেষে আর একদিনও নেতৃত্ব দিতে চান না তিনি। গুঞ্জন রয়েছে টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী নন। লম্বা সংস্করণের ক্রিকেট থেকে প্রায় সময়ই বিশ্রামে থাকেন তিনি। তাই এ দুই সংস্করণ থেকে তাকে সরিয়ে দেওয়ার বিষয়টি অনেকটা অনুমিতই ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিন সংস্করণেই নতুন অধিনায়ক খুঁজে নিল ক্রিকেট বোর্ড।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]