শিরোনাম
‘বঙ্গবন্ধুর হাত ধরেই ডিজিটাল বাংলাদেশের শুরু’
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১৪:১৪
‘বঙ্গবন্ধুর হাত ধরেই ডিজিটাল বাংলাদেশের শুরু’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাহত বাংলাদেশের পুনর্গঠনের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিকে বিশেষ অগ্রাধিকার দিয়েছিলেন। জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা আইটিইউ’র সদস্যপদ লাভ করে। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর প্রতিষ্ঠা করেন।


বুধবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চতুর্থবারের মতো তথ্যপ্রযুক্তি নিয়ে দেশের সবচেয়ে বড় উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা ড. কুদরত-ই-খুদা’র মতো বিজ্ঞানীর হাতে দেশের প্রথম শিক্ষা কমিশনের দায়িত্ব দিয়েছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রা নিশ্চিত করতে তিনি বিদেশে অবস্থানরত বাংলাদেশী বিজ্ঞানী ও গবেষকদের দেশে ফিরিয়ে আনারও উদ্যোগ নিয়েছিলেন।


শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু দেশে টেলিযোগাযোগ প্রযুক্তি বিকাশের জন্য বেতবুনিয়ায় দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেন। আমাদের দুর্ভাগ্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলের পালা শুরু হয়। ফলে আমাদের অগ্রযাত্রা স্তম্ভিত হয়ে যায়।


তিনি আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে মানুষকে উন্নত জীবন দানের প্রতিজ্ঞা করি। তারই অংশ হিসেবে আমরা টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতকে নতুন করে সাজাই। ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা পেশ করি।


প্রধানমন্ত্রী দেশের ইন্টারনেট সেবাগুলোর সহজলভ্যতার বিষয়ে বলেন, ১৯৯২ সালে যখন বিনামূল্যে সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হওয়ার সুযোগ এসেছিল, তখন বিএনপি সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অজ্ঞতা ও অদূরদর্শিতার কারণে সে সময় বাংলাদেশ একটা সুবর্ণ সুযোগ হারিয়েছে। যার ফলে আমরা ২০ বছর পিছিয়ে গেছি। সেই তুলনায় আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় এসে সাড়ে সাত বছরের মধ্যে প্রযুক্তিখাতে ব্যাপক উন্নতি করেছে। যার মধ্যে ইন্টারনেটের মূল্য কমিয়ে আনা, গতি বৃদ্ধি করা, ইন্টারনেটকে সারা বাংলাদেশকে ছড়িয়ে দেয়া, ইন্টারনেটে গভার্নমেন্টের সার্ভিসগুলোকে অ্যাভেইলেবল করা, ইন্টারনেটভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা এখন হাতের নাগালে এসেছে।


এর আগে বুধবার এই প্রযুক্তি উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে একটি রোবট প্রধানমন্ত্রীকে ডিজিটাল ওয়ার্ল্ড উদ্বোধনের অনুরোধ করলে প্রধানমন্ত্রী একটি বাটন চেপে তথ্যপ্রযুক্তির এই উৎসবের উদ্বোধন করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্যপ্রযু্ক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার, বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, এটুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, বে‌সিসের প্রেসিডেন্ট মোস্তাফা জব্বার, ৮টি দেশের মন্ত্রীবর্গ, সচিব, মেয়র, ও আইসিটি সংশিষ্ট ব্যক্তিরা।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com