শিরোনাম
কিছু দেশদ্রোহী পদ্মাসেতুর বিরোধিতা করেছে : তোফায়েল
প্রকাশ : ১৯ মার্চ ২০১৭, ২২:৪৮
কিছু দেশদ্রোহী পদ্মাসেতুর বিরোধিতা করেছে : তোফায়েল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ড. ইউনুসসহ দেশদ্রোহী কিছু মানুষ পদ্মাসেতু নির্মাণের বিরোধিতা করে বিশ্বব্যাংককে বিভ্রান্ত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় পদ্মাসেতু নিজস্ব অর্থে তৈরি হচ্ছে। আগামী ২০১৮ সালের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি মন্তব্য করেন।


রবিবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সড়কে মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আলহাজ মোহাম্মদ মহিউদ্দিনকে দেয়া গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে তোফায়েল আহমেদ আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের বিস্ময়কর মডেল।


ডিজিটাল ও মধ্যম আয়ের দেশ গড়া শেখ হাসিনার স্বপ্ন। ইতোমধ্যে দেশ ডিজিটালাইজড হয়েছে।


এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণসংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক শেখ লুৎফর রহমান। বক্তব্য দেন, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, সুকুমার রঞ্জন ঘোষ এমপি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান, পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব প্রমুখ।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com