শিরোনাম
জুবাইদা গুলশান আরা আর নেই
প্রকাশ : ১৯ মার্চ ২০১৭, ২০:২৪
জুবাইদা গুলশান আরা আর নেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপিকা জুবাইদা গুলশান আরা আর নেই। রবিবার দুপুর আড়াইটায় তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীস্থ মনোয়ারা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেঊন)।


জুবাইদা গুলশান আরা ষাটের দশক থেকে লেখালেখির সাথে জড়িত হন। কবিতা, গল্প, উপন্যাস, টেলিভিশন-নাটকসহ সাহিত্যের সর্বক্ষেত্রে তাঁর সফল বিচরণ ছিল। শিশুদের জন্য রচনা করেছেন অসংখ্য রচনা। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫০ এর অধিক। সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছিলে।


বাংলার অধ্যাপক হিসেবে অবসরের পর বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন জুবাইদা গুলশান আরা। তাঁর স্বামী বিখ্যাত প্রাণীবিজ্ঞানী অধ্যাপক মাহমুদুল আমিন ২০০৪ সালে পরলোক গমন করেন।


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com