
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময় বাড়িয়েছে মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি (ডিটিএমসিএল)।
২০ জানুয়ারি, শনিবার থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল পুরো সময়ে চলবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ডিটিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ১৮ জানুয়ারি, বৃহস্পতিবার উত্তরা থেকে মতিঝিল যাওয়ার জন্য মেট্রোরেলের সময় বাড়ানোর ঘোষণা দেন।
এম এ এন সিদ্দিক বলেন, আগামী ২০ জানুয়ারি থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল-সন্ধ্যা মেট্রোরেল চলবে।
তিনি বলেন, সকাল ৭টা ১০ মিনিটে শুরু হয়ে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে মেট্রো ট্রেন স্টপেজের শুরু হওয়ার মাধ্যমে মেট্রোরেলে এমআরটি লাইন-৬ এর প্রথম ধাপের ১৬টি স্টেশনে ট্রেন স্টপেজ শুরু হয়।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]