নির্বাচনের পরও সহিংসতার চেষ্টা করলে সফল হবে না: র‌্যাব মহাপরিচালক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৩৭
নির্বাচনের পরও সহিংসতার চেষ্টা করলে সফল হবে না: র‌্যাব মহাপরিচালক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কেউ সহিংসতার চেষ্টা করলেও সফল হবে না বলে জানিয়ে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, এখন পর্যন্ত রাজধানীতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট দিতে পারবেন সেই নিশ্চয়তা আছে।


৭ জানুয়ারি, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


তিনি আরও বলেন, অনেক আতঙ্ক থাকলেও শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি। নির্বাচন পরবর্তী সহিংসতার চেষ্টা করলেও কেউ সফল হবে না।


এর আগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পেশাদারিত্বের সঙ্গে প্রতিটি কেন্দ্রসহ সারা দেশে নির্বাচন কমিশনের অধীনে আমরা দায়িত্ব পালন করছি। ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটাররা উন্মুখ হয়ে আছেন। উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে সারাদেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি সব জায়গায় ভোটারের উপস্থিতি আছে। শান্তিুপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।


ভোট প্রয়োগে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে পুলিশ প্রধান বলেন, নির্বাচন ঘিরে তিনটি পর্যায়ে ভাগ করেছি। আমাদের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় আমরা প্রস্তুত, আমাদের সেই সক্ষমতা রয়েছে। দেশবাসীকে নিশ্চয়তা দিতে চাই, আপনারা ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন।


তিনি আরও বলেন, যদি কোনো ভোটার বাধার সম্মুখীন হন, অপরাধ কর্মকাণ্ড ঘটলে নিকটস্থ থানা কিংবা ৯৯৯-এ যোগাযোগ করবেন। আমাদের বিভিন্ন টিম সহায়তায় প্রস্তুত আছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com