শিরোনাম
নৌকার ভোটে পুনরায় উন্নয়নের বিজয় ঘটবে: স্পিকার
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:০৩
নৌকার ভোটে পুনরায় উন্নয়নের বিজয় ঘটবে: স্পিকার
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৫ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শিরিন শারমিন চৌধুরী সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে জানালেন, এখানকার মানুষ পুনরার নৌকায় ভোট দিয়ে উন্নয়নের বিজয় ঘটাবে।


রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় পীরগঞ্জের লালদীঘি মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে তিনি ভোট দেন।


ভোট শেষে স্পিকার বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। আওয়ামী লীগ সরকারের আমলে পীরগঞ্জসহ দেশের মানুষের জীবন মান উন্নয়ন হয়েছে। এগিয়েছে বহুদূর।


প্রধানমন্ত্রীর নিজের এলাকা হিসেবে এখানকার মানুষ পুনরার নৌকায় ভোট দিয়ে উন্নয়নের বিজয় ঘটাবেন বলেও আশা করেন তিনি।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com