
কুষ্টিয়ায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে জেলার ৪টি আসনের ৫৭৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।
৭ জানুয়ারি, রবিবার সকাল ৮টায় কুষ্টিয়া-৩ সদর আসনের প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ভোট দেন।
অপরদিকে, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের ১৪ দলীয় প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু তাঁর নিজ এলাকায় গোলাপনগর গ্রামের দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা ১০মিনিটে পরিবার ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ভোট দেন।
বিবার্তা/শরীফুল/এসবি/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]