শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরির আহ্বান কমনওয়েলথের
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩০
শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরির আহ্বান কমনওয়েলথের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শান্তিপূর্ণভাবে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরিতে অবদান রাখতে বাংলাদেশের সব রাজনৈতিক ও নাগরিক সমাজের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে কমনওয়েলথ।


শুক্রবার (৫ জানুয়ারি) বাংলাদেশের নির্বাচন নি‌য়ে এক বিবৃ‌তি‌তে এ আহ্বান জানান কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।


বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, কমনওয়েলথভুক্ত সব দেশের মধ্যে বাংলাদেশে ২০২৪ সালের প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হ‌তে যা‌চ্ছে। গুরুত্বপূর্ণ এ বছরে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার প্রতিনিধিত্ব করা ৬০‌টিরও বেশি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা র‌য়ে‌ছে।


কমনওয়েলথ মহাসচিব বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে আমি বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের মূল্যবোধকে এগিয়ে নিতে সবাইকে সক্রিয়ভাবে উৎসাহিত করার জন্য নেতা, প্রার্থী এবং রাজ‌নৈ‌তিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।


মহাসচিব ব‌লেন, আমি সবাইকে প্রাসঙ্গিক আইনি মাধ্যমে নির্বাচনী বিরোধ সমাধানের জন্য উৎসাহিত করছি। কমনওয়েলথ পরিবার উন্নতি লাভ করে যখন আমরা সুশীল সমাজের অমূল্য অবদানকে উৎসাহিত করি এবং যখন আমরা বিচার বিভাগের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার প্রচার করি।


প্যাট্রিসিয়া ব‌লেন, নির্বাচ‌নের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি সব নেতা ও জনগণকে তাদের প্রিয় দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার জন্য আন্তরিক শুভেচ্ছা জানা‌চ্ছি।


কমনওয়েলথ সচিবালয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো‌কে শক্তিশালী করতে এর পরিবারের সদস্যদের সমর্থন অব্যাহত রাখবে ব‌লে জানান মহাস‌চিব।


প্রসঙ্গত, নির্বাচন কমিশনের আমন্ত্রণে কমনওয়েলথের এক‌টি বিশেষজ্ঞ দল ৭ জানুয়ারির ভোট দেখ‌তে বর্তমা‌নে বাংলা‌দে‌শে অবস্থান কর‌ছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com