৩৫ ঘণ্টায় ট্রেনসহ ৪ যানবাহনে আগুন, নিহত ৪
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০১:৩১
৩৫ ঘণ্টায় ট্রেনসহ ৪ যানবাহনে আগুন, নিহত ৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত ৩৫ ঘণ্টায় একটি ট্রেনসহ চার যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত এসব অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর (মিডিয়া) আনোয়ারুল ইসলাম।


তিনি বলেন, গত ৩৫ ঘণ্টায় ৩টি বাস ও একটি ট্রেনের ৩টি বগিতে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট ও ৩০ জন কাজ করেন।


গত ২৮ অক্টোবর থেকে ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া মোট ২৮৪টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) খবর পায় ফায়ার সার্ভিস। এতে ২৮০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।


এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে ১৭৫টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৮টি অন্য গাড়ি।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com