শিরোনাম
‘নিজেদের দক্ষতা ও অর্থায়নে বাংলাদেশকে ডিজিটালাইজেশন করা হয়েছে’
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ২১:০৮
‘নিজেদের দক্ষতা ও অর্থায়নে বাংলাদেশকে ডিজিটালাইজেশন করা হয়েছে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নিজেদের পরিকল্পনা, দক্ষতা ও অর্থায়নে অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে ডিজিটালাইজেশন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।


মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের হলরুমে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠনে তিনি এ কথা বলেন।


‘আইসিটি ফর ডেভেলমেন্ট অ্যাওয়ার্ড’ প্রাপ্তির জন্য সজীব ওয়াজেদ জয়কে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ।


তথ্য প্রযুক্তি উন্নয়য়ে এ দেশের মানুষের ভূমিকা আছে জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের নিজেদের মেধা আছে, আমরা নিজেরাই করবো।


জয় বলেন, আমার মতে বিশ্বে আর কোনো দেশ নেই, এতো অল্প সময়ে নিজেদের মেধা ও অর্থ ব্যবহার করে ডিজিটালাইজেশন করেছে। এখন জাতিসংঘ আমাদের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে উদাহারণ হিসেবে ধরেছে। এতো অল্প সময়ে কীভাবে আমরা সাফল্য অর্জন করলাম, অন্যান্য দেশে এ বিষয়ে জানতে চাচ্ছে।


অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ডাক ও টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com