শিরোনাম
মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ২০:৪৫
মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাদকের অপব্যবহার ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলানায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৪৫তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


স্কাউটদের কল্যাণমূলক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, তরুণসমাজকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য স্কাউটিং একটি যথাযথ প্ল্যাটফর্ম।


আবদুল হামিদ বলেন, বিশ্ব স্কাউটিং-এর ভিশন অনুযায়ী ২০২৩ সালে স্কাউটিং শিক্ষাবিস্তারে বিশ্বের প্রধানতম যুব আন্দোলনে পরিণত হবে। যেখানে ১০০ মিলিয়ন যুবক তাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে। দেশে বর্তমানে ১৫ লাখ স্কাউট রয়েছে। ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশের স্কাউট সংখ্যা ২১ লাখে উন্নীত করার লক্ষ্য রয়েছে। দেশে বর্তমানে গার্লস স্কাউটের সংখ্যা মাত্র এক লাখ ৮০ হাজার। রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গার্ল স্কাউটের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান।


রাষ্টপতি বলেন, দেশে স্কাউট আন্দোলন জোরদার করতে সরকার সর্বাত্বক সহযোগিতা দিচ্ছে। সরকার ইতোমধ্যে ১২২ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ‘বাংলাদেশ স্কাউটিং সম্প্রসারণ ও স্কাউট শতাব্দী ভবন নির্শাণ প্রকল্প’ অনুমোদন করেছে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘প্রাথমিক বিদ্যালয়সমূহে বাংলাদেশ স্কাউট সম্প্রসারণ(৪র্থ পর্যায়) প্রকল্প’ সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ প্রকল্প দেশে স্কাউটিং সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


রাষ্ট্রপতি স্কাউটের সর্বোচ্চ পুরস্কার ‘রৌপ্য ব্যাঘ্র’ দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘রৌপ্য ইলিশ, ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট’ এবং ‘প্রেসিডেন্ট’স স্কাউট’ পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান।


অনুষ্ঠানে ৮ স্কাউটকে রৌপ্য ব্যাঘ্র’ ও ১৮ জনকে রৌপ্য ইলিশ’ পুরস্কার দেয়া হয়।
বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।


বিবার্তা/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com