শ্রমিক আন্দোলন পুঁজি করে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১৫:২১
শ্রমিক আন্দোলন পুঁজি করে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শ্রমিক আন্দোলন পুঁজি করে নাশকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।


৪ নভেম্বর, শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।


খন্দকার আল মঈন বলেন, বাংলাদেশের পোশাকশিল্প এখন বিশ্বের দ্বিতীয় অবস্থানে। রপ্তানি আয়ের অধিকাংশ উপার্জন পোশাকশিল্প থেকে আসছে। এই শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগেছে।


তিনি বলেন,যারা গার্মেন্টস অসন্তোষ সৃষ্টি করেছে, তাদের পরিচয় শনাক্ত হয়েছে ও ধরতে অভিযান চলছে। তাদেরকে অব্যশই আইনের আওতায় আনা হবে। কোন ছাড় দেওয়া হবে না। এক শ্রেণীর মানুষ গার্মেন্টস লিল্পের ধংসের পায়তারা করছে শ্রমিকদের কোন প্রকার গুজবে কান না দেওয়ার ও
আহবান জানিয়ে তিনি সকল গার্মেন্টস শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহবান জানান ।


তিনি বলেন, পোশাক শ্রমিকরা গত ২৮ অক্টোবর থেকে বেতন বৃদ্ধির যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। কিন্তু একটি মহল শ্রমিকদের ভুল তথ্য ও গুজব ছড়িয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। যার কারণে গত বুধবার মিরপুরে সহিংসতা ও নাশকতা হয়।


তিনি আরও বলেন, যারা শ্রমিক আন্দোলন পুঁজি করে নাশকতা, সহিংসতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।


চলমান সহিংসতা প্রতিরোধে র‌্যাব কিছু পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে খন্দকার আল মঈন বলেন, গোয়েন্দা কার্যক্রম ও সাইবার ওয়ার্ল্ডে নজরদারি বাড়ানো হয়েছে।


এসময় র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ক্ষতিগ্রস্ত কারখানাগুলো তারা পরিদর্শন করেন।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com