নদীশাসন নিয়ে বিশদ স্টাডির সুপারিশ সংসদীয় কমিটির
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩২
নদীশাসন নিয়ে বিশদ স্টাডির সুপারিশ সংসদীয় কমিটির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি নদীশাসন নিয়ে বিশদ স্টাডির সুপারিশ করেছে। ১০ সেপ্টেম্বর, রবিবার জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬১তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) সভাপতিত্ব করেন।


বৈঠকে ৫৯তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়। কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মো. মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, গোলাম কিবরিয়া টিপু এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন।


বৈঠকে উপমহাদেশে বঙ্গোপসাগর কেন্দ্রিক বেল্টে বন্দরগুলো ব্যবহারকারী জনসংখ্যার পরিধির সাপেক্ষে পূর্ণ সক্ষমতা যাচাই করে সক্ষমতা তৈরি করার সুপারিশ করা হয়। সেই সঙ্গে নৌ-পরিবহন মন্ত্রণালয়কে নদী শাসন নিয়ে বিশদ স্টাডি করার সুপারিশ করা হয়।
কমিটি ট্যারিফ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিন বন্দরে (চট্টগ্রাম, মোংলা, পায়রা) স্টাডি করে ট্যারিফ নির্ধারণের সুপারিশ করে। এছাড়াও বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষের নেওয়া উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সমস্যা ও সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।


নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/রিয়াদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com