শিরোনাম
জঙ্গিবাদ দমনে শক্তিশালী হাতিয়ার চলচ্চিত্র: তথ্যমন্ত্রী
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ১৯:৩৮
জঙ্গিবাদ দমনে শক্তিশালী হাতিয়ার চলচ্চিত্র: তথ্যমন্ত্রী
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ দমনের যুদ্ধে চলচ্চিত্র শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। জঙ্গিবাদ দমনে সবার ঐক্য দরকার। সে ঐক্যকে সফল পরিণতির দিকে নিয়ে যেতে চলচ্চিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে।


সোমবার সন্ধ্যায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, জঙ্গিবাদও খারাপ, জঙ্গিদের সঙ্গীরাও খারাপ, জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতারাও খারাপ। সুতরাং জঙ্গিবাদকে ছাড় দিতে না চাইলে জঙ্গিদের সঙ্গীদেরও এক চুল ছাড় দেয়া যাবে না। তাই চলচ্চিত্রে শুধু জঙ্গিদের কর্মকাণ্ড তুলে ধরলে হবে না, জঙ্গিদের সঙ্গীদেরও কর্মকাণ্ড তুলে ধরতে হবে।


তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঁধেন, চুলও বাঁধেন। তার নেতৃত্বে সারাদেশে জঙ্গিবাদবিরোধী একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। রাজশাহীতে জঙ্গিবাদবিরোধী চলচ্চিত্র উৎসব তার প্রমাণ। আমরা জঙ্গিদের খুঁজে খুঁজে ধরবো, কারাগারে পুরবো। তাদের কোনো ছাড় দেয়া হবে না।


ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে জঙ্গিবাদবিরোধী প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়। দর্শকের কাতারে বসে অনুষ্ঠানের অতিথিরা তা উপভোগ করেন। এর আগে বিকেল ৫টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বেলুন ও পায়রা উড়িয়ে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করেন।


রাজশাহী ফিল্ম সোসাইটি ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি যৌথভাবে তিন দিনব্যাপী এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জঙ্গিবাদবিরোধী এই চলচ্চিত্র প্রদর্শন করা হবে।


বিবার্তা/রিমন/পলাশ/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com