শিরোনাম
রশিদুন নবী আনসার আল ইসলাম টিমের সদস্য
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ১৫:৫২
রশিদুন নবী আনসার আল ইসলাম টিমের সদস্য
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ব্লগার নাজিমুদ্দিন হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া আসামি রশিদুন নবী ভূঁইয়া আনসার আল ইসলাম টিমের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটি)’র প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম।


সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।


তিনি জানান, রশিদুন নবী আনসার আল ইসলাম টিমের সক্রিয় সদস্য। সে ২০১৫ সালে ওই সংগঠনে যোগদান করেছে। যোগদানের পর থেকে ঢাকা অঞ্চলের অনেক সদস্যকে দাওয়াতের মাধ্যমে সংগঠনে অন্তর্ভূক্ত করে। দাওয়াতি কাজের পাশাপাশি সে টিমের অপারেশন শাখার দায়িত্ব পালন করত বলেও জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা।


তিনি আরও জানান, রশিদুন নবী ভূঁইয়া শুধু নাজিমুদ্দিন হত্যার সাথে জড়িত নয়। সে জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের সাথেও জড়িত। তার ব্যাপারে পুলিশের কাছে তথ্যও রয়েছে। তাকে কলাবাগান থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানান তিনি।


পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম জানান, রবিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (দক্ষিন যৌথ অভিযান পরিচালনা করে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে রাশিদুন নবী ভূঁইয়াকে গ্রেফতার করে।


উল্লেখ্য, চলতি বছরের ৬ এপ্রিল রাতে পুরান ঢাকার সূত্রাপুরে তাকে ছুরি মেরে ও গুলি করে হত্যা করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র নাজিমুদ্দিন সামাদকে। তিনি সিলেট শাখা বঙ্গবন্ধু যুব পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক নাজিম গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন।
বিবার্তা/খলিল/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com