শিরোনাম
আজ বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ১০:২০
আজ বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১৯৯৩ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছরই বিশ্বজুড়ে ১৭ অক্টোবর বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বজুড়ে দারিদ্র্য, ক্ষুধা ও মানুষের অসমতা দূর করাই দিবসটির মূল লক্ষ্য। আমাদের দেশেও আজ সোমবার অনেক গুরুত্বের সাথে পালিত হচ্ছে দিবসটি।


এ বছরের বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘টেকসই ভবিষ্যৎ গড়তে দারিদ্র্য ও বৈষম্য নিরসনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা।’ এবারের প্রতিপাদ্য আগামী ২০৩০ সালের মধ্যে নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রারই প্রতিফলন।


১৯৯২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত সিদ্ধান্তের আলোকে ১৯৯৩ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বব্যাপী দারিদ্র্য এখনও প্রধান সমস্যা, যেখানে বাংলাদেশ অন্যতম। যদিও বিগত এক দশকে দেশে দারিদ্র্যের হার অনেকটাই কমছে। সাম্প্রতিক হিসেব মতে, বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনসংখ্যা ২৪ দশমিক ৮ শতাংশ। বৈশ্বিক ক্ষুধা নিরসন হিসেবেও বাংলাদেশের উন্নতি লক্ষণীয়।


বিবার্তা/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com