শিরোনাম
কুয়েত থেকে তেল আমদানির বিষয়টি সরকারের বিবেচনায়
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ২০:৪০
কুয়েত থেকে তেল আমদানির বিষয়টি সরকারের বিবেচনায়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) থেকে তেল আমদানির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও কেপিসি এ ব্যাপারে যৌথভাবে পরবর্তী কার্যক্রম শুরু করবে।


বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত রবিবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে সাক্ষাৎ করতে আসলে তিনি একথা বলেন।


রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশ পরস্পরকে সহযোগিতা করলে সকলেরই উপকার হবে। দ্রুত অর্থনৈতিক বিকাশ ঘটবে।


এ সময় তিনি বলেন, কুয়েতের সাথে পেট্রোকেমিক্যাল ইন্ডাষ্ট্রি স্থাপনসহ নানা বিষয়ে একযোগে কাজ করারও সুযোগ রয়েছে। এ সময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


কুয়েতের রাষ্ট্রদূত বাংলাদেশ ও কুয়েতের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বাংলাদেশের সাথে কুয়েতের রয়েছে সাংস্কৃতিক ও ধর্মীয় সুসম্পর্ক। এ সম্পর্ক সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।


বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com