শিরোনাম
মায়ানমার বাহিনীর ওপর হামলায় ঢাকার নিন্দা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৭:২২
মায়ানমার বাহিনীর ওপর হামলায় ঢাকার নিন্দা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত ১০ অক্টোবর মায়ানমারের রাখাইন স্টেটে বর্ডার গার্ড পুলিশ পোস্টে সমন্বিত হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনাকে উন্নয়ন ব্যর্থ করার প্রচেষ্টা বলে মনে করে বাংলাদেশ।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানিতে বাংলাদেশ উদ্বিগ্ন এবং এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে অপরাধীদের গ্রেফতারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করছে।


এতে বলা হয়, বাংলাদেশ একটি দায়িত্বশীল প্রতিবেশী দেশ হিসেবে অপরাধীরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য ১০ অক্টোবর ভোরেই মায়ানমার সীমান্ত সিল করে দেয়।
পাশাপাশি বাংলাদেশ রাখাইন স্টেটের দুই মুসলিমকে আটক করে এ দিনে মায়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।


বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষ মায়ানমার পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং তাদের অনুরোধে সাড়া দিচ্ছে। যে কোনো ধরনের সহিংস চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরা হয়।


বিবৃতিতে বলা হয়, মায়ানমারকে সহযোগিতা দিতে মায়ানমারের সৃষ্টি হওয়া আরাকান আর্মি এবং অন্যান্য জাতিগত সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে বাংলাদেশ অনেকগুলো অভিযান চালিয়েছে। বাংলাদেশ গত বছর আরাকান আর্মির বন্দীদশা থেকে উদ্ধার করে দুইজন ট্যাটমাড়ো সদস্যকে মায়ানমারের কাছে হস্তান্তর করেছে।


বাংলাদেশ এ ক্ষেত্রে মায়ানমারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশ বিশ্বাস করে একটি আইনী কাঠামোর অধীনে এ ক্ষেত্রে সহযোগিতা কার্যকর ভূমিকা পালন করবে।বাংলাদেশ দুই বছরের অধিক কাল এ বিষয়টিতে গুরুত্ব দিয়ে আসছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com