শিরোনাম
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বাংলায় মোদির টুইট
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৫:৫৪
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বাংলায় মোদির টুইট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগ দেওয়ায় বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন‌্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


রবিবার দুপুরে শেখ হাসিনা ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ‌্য গোয়ায় পৌঁছানোর পরপরই মোদি টুইট করে বলেন, ‘প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, আমার আতিথিয়তা গ্রহণ করায় আমি সম্মানিত। ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে মজবুত করার জন্য আপনার ভূমিকাকে ধন্যবাদ জানাই।’


এর আগে রবিবার সকাল আটটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে ভারতের উদ্দেশে রওনা হন। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।


এরপর ভারতীয় সময় সকাল সোয়া ১০টার দিকে গোয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন- ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, গোয়ার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আলিনা সালদানহা, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সামিনা নাজ।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com