গেজেটের পরও ভোট বাতিলের ক্ষমতা পাচ্ছে নির্বাচন কমিশন
প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ১৬:১৬
গেজেটের পরও ভোট বাতিলের ক্ষমতা পাচ্ছে নির্বাচন কমিশন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশ হয়ে গেলেও ভোট বাতিলের ক্ষমতা পাচ্ছে নির্বাচন কমিশন।


সোমবার (২০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার আনিছুর রহমান এ বিষয়ে সর্বশেষ তথ্য জানান।


আনিছুর রহমান বলেন, সংসদে যাওয়ার আগে কেবিনেট অনুমোদন করবে। আমরা যেটা দিয়েছি সেটা অনুমোদন হতেও পারে নাও হতে পারে। আরো কয়েকটা স্টেপ বাকি আছে। কাজেই এই কথাগুলোর বলার মনে হয় এখন উপযোগী পরিবেশ না।


গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, একটু আগে আইন মন্ত্রণালয় থেকে সর্বশেষ অবস্থান জানতে পারলাম। এটা এখন মন্ত্রিপরিষদ বিভাগে গেছে। আইনমন্ত্রী দেশের বাইরে আছেন তিনি ২৮ তারিখে ফিরবেন সম্ভবত। এরপর হয়তো মন্ত্রিপরিষদ বৈঠকে ওঠবে।আমি তো মনে করি পরবর্তী অধিবেশনে এটি জাতীয় সংসদে ওঠতে পারে। আমরা যে রকম প্রস্তাব পাঠিয়েছিলাম মোর অর লেস ওইরকমই আছে। আমাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে আইন মন্ত্রণালয়।'


বিবার্তা/ সানজিদা/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com