রাষ্ট্রপতি আব্দুল হামিদের দু'টি বইয়ের প্রকাশনা উৎসব আগামীকাল
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৭
রাষ্ট্রপতি আব্দুল হামিদের দু'টি বইয়ের প্রকাশনা উৎসব আগামীকাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামীকাল রাষ্ট্রপতি আব্দুল হামিদের দু'টি বইয়ের প্রকাশনা উৎসব হবে বঙ্গভবনে।


বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি কর্তৃক রচিত বইয়ের প্রকাশনা উৎসব হবে বলে বিবার্তাকে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।


বইদুটো হলো- আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ এবং রাষ্ট্রপতি হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণসমূহের সংকলন ‘স্বপ্ন জয়ের ইচ্ছা’।


প্রাণের মেলা একুশের বইমেলাতে এবছর একুশের বইমেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী আত্মজীবনীমূলক গ্রন্থ আমার জীবননীতি আমার রাজনীতির মোড়ক উন্মোচন করেছেন। গ্রন্থটির প্রকাশক বাংলা একাডেমি।


এছাড়া ‘স্বপ্নজয়ের ইচ্ছা’ শীর্ষক গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খন্ড মূলত ২০১৩-২০১৮ সময়ে বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণের সংকলন। বঙ্গভবনের প্রেস উইং বইটি সংকলন ও সম্পাদনা করেছে। বইটি প্রকাশ করে গৌরব প্রকাশন।


প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যরাও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।


বিবার্তা/সানজিদা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com