গম্ভীরা গানে ইভিএমে ভোটের প্রচার
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ১০:০৫
গম্ভীরা গানে ইভিএমে ভোটের প্রচার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গম্ভীরার গানে গানে অনুষ্ঠিত হয়ে গেলো ইভিএমের মাধ্যমে ভোটদানের প্রচার। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।


গম্ভীরার গানের নানা সাইদুর রহমান ও নাতি খাবিরুদ্দিন তাদের আঞ্চলিক ভাষায় সকল ভোটারদের ইভিএমে ভোটদান পদ্ধতি হাতেনাতে শিখিয়ে দেন। এছাড়াও ইভিএমে ভোটদান পদ্ধতি সহজ এবং সময় কম লাগে বলে ভোটারদের জানান এই গম্ভীরার গানে গানে।


এসময় উপস্থিত ভোটার ও জনসাধারণ ইভিএম এ ভোটদানের বিষয়ে হাতে কলমে জানতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন।


এসময় চাপাইনবয়াবগঞ্জ-২ আসনের রির্টার্নিং অফিসার ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মো. দেলোয়ার হোসেনসহ নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে বিএনপির দুই জন সংসদ সদস্য পদত্যাগ করলে আসন দুটো শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ৯০ দিনের মধ্যে এই দুটি সংসদীয় আসনে উপ-নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে তফসিলও ঘোষণা করা হয়েছে।


তফসিল অনুযায়ী, আসন দুটিতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে আগামী ১ ফেব্রুয়ারি।


বিবার্তা/সানজিদা/এসএফ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com