শিরোনাম
আজ বিশ্ব খাদ্য দিবস
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১০:০৫
আজ বিশ্ব খাদ্য দিবস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আজ বিশ্ব খাদ্য দিবস। বিশ্বের অন্য অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এ উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্ব খাদ্য দিবস ২০১৬’র প্রতিপাদ্য বিষয় ‘জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাদ্য এবং কৃষিও বদলাবে’। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘আবহমানকাল থেকেই কৃষি দেশের উন্নয়নের প্রধান খাত হিসেবে বিবেচিত হয়ে আসছে। পরিবর্তিত জলবায়ুতে সবার জন্য নিরাপদ খাদ্যের বলয় তৈরিতে কৃষিতেও টেকসই প্রযুক্তির সমন্বয় জরুরি। সরকারের সময়োপযোগী বিভিন্ন নীতি ও পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রয়াসেই আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ।’


প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্য চাহিদাও বাড়ছে। ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে সারা বিশ্বেই খাদ্য উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অধিক খাদ্য উৎপাদনের ফলে কৃষিজমির ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ কারণে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি দরকার টেকসই কৃষি পরিবেশ নিশ্চিত করা।’


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সরকার কৃষির সার্বিক উন্নয়নে কৃষিবান্ধব নীতি প্রণয়ন ও সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সার, বীজসহ সব কৃষি উপকরণের মূল্য হ্রাস, কৃষককে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ সুবিধা প্রদান, ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগসহ তাদের নগদ সহায়তা দেয়া হচ্ছে। এসব পদক্ষেপের ফলে আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।


বিবার্তা/জেমি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com