জাতীয় সংসদের উপনেতা হলেন মতিয়া চৌধুরী
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ২১:৩৬
জাতীয় সংসদের উপনেতা হলেন মতিয়া চৌধুরী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদের উপনেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।


১২ জানুয়ারি, বৃহস্পতিবার রাত ৮টায় জাতীয় সংসদের সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে।


আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সংসদ উপনেতার বিষয়টি উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে এতে সমর্থন জানান আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।


জানা গেছে, সংসদের উপনেতা চূড়ান্ত হওয়ায় স্পিকার পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এই পদের জন্য কোনো শপথ নেওয়ার দরকার হয় না। তবে সংসদ উপনেতা মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা পেয়ে থাকেন।


২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সংসদ উপনেতা পদে ছিলেন প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। এরপর থেকে পদটি শূন্য ছিল। আর আওয়ামী লীগের সংসদীয় দলের প্রধান নেতা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিবার্তা/সোহেল/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com