শিরোনাম
শেখ হাসিনা-শি জিনপিং বৈঠক
অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ১৯:০১
অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মন্তব‌্য করেছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।


শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবংচীনা প্রেসিডেন্ট শি জিনপিংর নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব এ কথা বলেন।


তিনি আরো বলেন, শি জিনপিংয়ের এই সফরের মধ্য দিয়ে চীন ও বাংলাদেশের সহযোগিতামূলক সম্পর্ক কৌশলগত সম্পর্কে উন্নীত হয়েছে।


সচিব জানান, সহযোগিতা এগিয়ে নিতে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের সরকারের মধ‌্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক এবং ১২টি ঋণ ও দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। তবে ঋণ চুক্তির আর্থিক পরিমাণ ও বিস্তারিত জানতে কয়েক দিন সময় লাগবে বলে জানান তিনি।


সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বিপক্ষীয় বৈঠক সফল হয়েছে জানিয়ে সচিব বলেন, চীনের রাষ্ট্রপতির সফর ঐতিহাসিক, দুই দেশের মধ্যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দেশের সম্পর্কে বহুমাত্রিকতা আরো বিস্তৃত ও গভীর হবে, ব্যাপ্তি বাড়বে। দুই দেশের মধ্যে আমরা সম্পর্কের নতুন অবয়ব দেখব।


বিবার্তা/আমিন/রয়েল


সমুদ্রসীমা রক্ষায় কাজ করবে চীন-বাংলাদেশ: শি জিনপিং

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com