শিরোনাম
লঞ্চে ধূমপান বন্ধে পদক্ষেপ নেয়া হবে: নৌ প্রতিমন্ত্রী
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ২০:১৮
লঞ্চে ধূমপান বন্ধে পদক্ষেপ নেয়া হবে: নৌ প্রতিমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

লঞ্চে ধূমপান বন্ধে সতর্কীকরণ পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


খালিদ মাহমুদ বলেন, উন্নত দেশে মানুষ আইন-বিধিনিষেধ সহজেই মেনে চলে। মানুষকে আইন নিয়ম-কানুন মানাতে আমাদের দেশের জন্য কঠিন হয়ে পড়ে। আমাদের সে ধরনের প্ল্যাটফর্ম নেই। আমরা সেটা তৈরি করতে পারিনি।


তিনি বলেন, বর্তমানে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়েছে। এখন খাদ্যের অভাব নেই। মঙ্গা নেই। গ্রামে চা-কফি পাওয়া যায়। অর্থনীতি শক্তিশালী হচ্ছে। বাংলাদেশ এখন যেকোনো চ্যালেঞ্জ নিতে পারে- সে সক্ষমতা হয়েছে।


প্রতিমন্ত্রী আরো বলেন, আগে এক কিলোমিটার রাস্তা তৈরির জন্য বিদেশিদের কাছে ধরনা দিতে হতো, অর্থমন্ত্রীরা সাহায্যের জন্য বছরের বেশির ভাগ সময় দেশের বাইরে থাকতেন। এখন সেই অবস্থা নেই। অনেক উন্নয়ন হচ্ছে। আমরা পারমাণবিক ক্লাবে যুক্ত হয়েছি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com