শিরোনাম
ঢাকা আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ০৯:২০
ঢাকা আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদিন তিন দিনের সফরে ঢাকা আসছেন।


তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের আমন্ত্রণে ২৫ জানুয়ারি ঢাকায় পৌঁছবেন।


২৬ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি ঢাকায় বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি) পরিদর্শন করবেন, বাংলাদেশ- মালয়েশিয়া সুশীল সমাজের সঙ্গে মত বিনিময় করবেন।


এবারে মালয়েশিয়ায়র স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর খুবই গুরুত্বপূর্ণ। কারণ তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের আমন্ত্রণে ঢাকায় আসছেন। জানা গেছে বাংলাদেশের শ্রমিকদের মালয়েশিয়ায় যাওয়া সুগম করতেই তার এসফর।


দীর্ঘ তিন বছর পর বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার ফের উন্মুক্ত হয়েছে। ২০২১ সালের ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার পুত্রজায়ায় সবখাতে শ্রমিক দিতে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি (এমওইউ) সই সম্পন্ন হয়।


বাংলাদেশের পক্ষে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান আলোচনা শেষে চুক্তি পত্রে স্বাক্ষর করেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com