শিরোনাম
‘শিক্ষার্থীদের সংস্কৃতিচর্চার সুযোগ দিতে হবে’
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ১২:১০
‘শিক্ষার্থীদের সংস্কৃতিচর্চার সুযোগ দিতে হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চারও সুযোগ দিতে হবে। খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে তাদের সন্ত্রাস ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে হবে।


রবিবার বেলা পৌনে ১২টার দিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শীতকালীন জাতীয় স্কুল ও মাদরাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার সমপনী অনুষ্ঠানে তিনি এসবক কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, সারাদিন শিক্ষার্থীদের পড় পড় বলতে থাকলে সেটা কারোরই ভালো লাগে না। তাই শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগও দিতে হবে। তাদের এ দিকটায়ও মনোনিবেশ করতে হবে।


তিনি বলেন, ‘খেলাধুলার প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবসময়ই আগ্রহ ছিল। তার প্রচেষ্টায় ১৯৭২ সাল থেকেই খেলাধুলার নানা প্রতিযোগিতা শুরু হয়।’


তিনি আরও বলেন, ‘১৯৯৬ সালে সরকার গঠন করে আমরা নানা রকম খেলাধুলার প্রতি জোর দেই। ২০০৯ সালে আবার ক্ষমতায় এসে আমরা দেশীয় নানা খেলার প্রতি মনোযোগী হই। আমাদের প্রচেষ্টায় দেশের নানা ক্রীড়া বিভাগ এগিয়ে গিয়ে বিদেশের মাটিতেও সাফল্যের অবদান রেখেছে।’


শেখ হাসিনা বলেন, ‘খেলাধুলা, সঙ্গীত চর্চা, বিভিন্ন প্রতিযোগিতা যেমন রচনা, অঙ্কন ইত্যাদিতে কোমলমতি শিশুদের অংশগ্রহণ করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও ভাল করতে হবে।’


বিবার্তা/জেমি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com