
জাতীয় সংসদের সাতক্ষিরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার জানিয়েছেন, তিনি শিক্ষাখাতের উন্নয়নকে অগ্রাধিকার দিতে চান। মাত্র দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে ‘আমার এমপি ডটকম’ এক নাগরিকের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের আধুনিক গেট নির্মাণ ও আধুনিক বিজ্ঞানাগার নির্মাণের পরিকল্পনা আছে কিনা আমিনুর রহমান নামের এক নাগরিকের প্রশ্নের উত্তরে সংসদ সদস্য জগলুল হায়দার বলেন, ‘আমি শিক্ষা খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিতে চাই সবসময়। ভুরুলিয়া নাগবাটি স্কুলের গেট ও আধুনিক বিজ্ঞানাগার নির্মাণের জন্য এই অর্থবছরেই বরাদ্দ প্রদান করা হবে।’
আমি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দূর্বার যাত্রায় আমার এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছি উল্লেখ করে জগলুল হায়দার বলেন, অবহেলিত এই জনপদকে আধুনিকতার ছোঁয়া দিতে আমার অবশিষ্ট সময়েও দৃঢ় চেষ্টা থাকবে।
উল্লেখ্য, জাতীয় সংসদ সদস্যদের ডিজিটাল উপায়ে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্যোগের অংশ হিসেবে আমার এমপি ডটকম যাত্রা শুরু করে। ইতিমধ্যেই এ ওয়েবসাইটে সব সংসদ সদস্যের ব্যক্তিগত, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্যাদি সন্নিবেশিত হয়েছে।
বিবার্তা/সোহেল/পলাশ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]