শিরোনাম
শিক্ষার্থীদের ইন্টারনেটে দক্ষ হতে হবে: আশরাফ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৭, ২১:৪৯
শিক্ষার্থীদের ইন্টারনেটে দক্ষ হতে হবে: আশরাফ
ময়মনসিংহ ব্যুরো
প্রিন্ট অ-অ+

‘ইন্টারনেটের কল্যাণে সারাবিশ্ব এখন হাতের মুঠোয়। তথ্য প্রযুক্তির জ্ঞান ছাড়া বর্তমান বিশ্বে টিকে থাকার কোনো সুযোগ নেই। তাই তথ্য প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে আরও দক্ষতা অর্জন করতে হতে হবে।’


শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে ‘নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০তম সুবর্ণজয়ন্তী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।


তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। প্রতিটি সেবা মানুষের কাছে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। জনসভা করে এখন আর কোনো বক্তব্য মানুষের কাছে পৌঁছাতে হয় না। তথ্য প্রযুক্তির মাধ্যমে অতি অল্প সময়ে সবকিছু আদান-প্রদান হচ্ছে।


শিক্ষার্থীদের উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, তোমরা আজ যারা ছাত্র, তারাই আগামী দিনে এ দেশের নেতৃত্ব দেবে। কাজেই তোমাদের সু-শিক্ষিত হয়ে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।


এসময় তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু, চার নেতা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পড়ার পরামর্শ দেন।


স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন প্রমুখ।


বিবার্তা/ফাহিম/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com