শিরোনাম
জাকাত তহবিল ব্যবস্থাপনা আইনের খসড়া অনুমোদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ২২:৪৮
জাকাত তহবিল ব্যবস্থাপনা আইনের খসড়া অনুমোদন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন-২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কেন্দ্রীয়ভাবে জাকাত সংগ্রহ ও বিতরণের জন্য এই অনুমোদন দেয়া হয়েছে।


মঙ্গলবার (১৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।


মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান খসড়া আইনে ১৪টি ধারা রয়েছে। সরকারিভাবে জাকাত সংগ্রহ ও বিতরণ করা হবে এবং আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে সরকারিভাবে জাকাতদানে উদ্বুদ্ধ করতে হবে। জাকাত তহবিল গঠন করা হবে। এই তহবিলের অর্থ সরকারিভাবে সংগৃহীত হবে।


তিনি বলেন, প্রবাসী বাংলাদেশি, বিদেশি কোনো ব্যক্তি বা সংস্থা থেকে প্রাপ্ত অর্থ যে কোনো তফসিলি ব্যাংকের জাকাত ফান্ডে জমা দিয়ে জাকাত আদায় করতে পারবেন। আর একটি বোর্ড থাকবে। ধর্মমন্ত্রী বা প্রতিমন্ত্রী এর চেয়ারম্যান থাকবেন।


তিনি আরো বলেন, জাকাত বোর্ডে সদস্য থাকবেন ১০ জন। জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি করে দেবে ইসলামি ফাউন্ডেশন। অর্থ কালেকশন ও ডিস্ট্রিবিউশন তারা করবেন। কাকে কীভাবে দেবে এটা তারা ঠিক করবেন। একটি অ্যাকাউন্ট থাকবে, সেখান সবাই অর্থ জমা দেবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com